ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শনাক্তের হার ২৫ শতাংশ ছাড়াল, মৃত্যু ১২ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৭, ১৯ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

বাংলাদেশে করোনাভাইরাসে একদিনে শনাক্তের হার ফের ২৫ শতাংশ ছাড়িয়েছে। এ সময়ে আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত‌্যু হয়েছে। বুধবার (১৯ জানুয়ারি) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৮ জানুয়ারি সকাল ৮টা থেকে ১৯ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত ৯ হাজার ৫০০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ৪২ হাজার ২৯৪ জন। 

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৪৭৩ জন। এ পর্যন্ত করোনাভাইরাসমুক্ত হয়েছেন ১৫ লাখ ৫৪ হাজার ২৬৮ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনাভাইরাসে শনাক্তের হার ২৫ দশমিক ১১ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৭২ শতাংশ। সুস্থতার হার ৯৪ দশমিক ৬৪ শতাংশ। করোনাভাইরাসে মৃত‌্যুর হার ১ দশমিক ৭২ শতাংশ। এ নিয়ে করোনাভাইরাসে মারা গেলেন মোট ২৮ হাজার ১৭৬ জন।

করোনাভাইরাসে মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ৮ জন, চট্টগ্রাম বিভাগের ২ জন, রাজশাহী বিভাগের ১ জন এবং সিলেট বিভাগের ১ জন। গত ২৪ ঘণ্টায় রংপুর, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে করোনাভাইরাসে কারও মৃত‌্যুর খবর পাওয়া যায়নি।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি